This page is not available in the selected language.
ইনকাম গ্রোথ প্ল্যান
স্বল্প খরচ এবং সঞ্চয়ের উপর উচ্চ মেয়াদপূর্তি মূল্যের একটি জীবন বীমা পলিসি
                    ইনকাম গ্রোথ প্ল্যান
                
                আপনার সন্তানের বিয়ে কিংবা অবসরকালে স্বপ্নের বাড়ি যেটাই হোক না কেন, ইনকাম গ্রোথ প্ল্যান ভবিষ্যতের আকাঙ্ক্ষাগুলি পূরণ করতে সহায়তা করবে। মেটলাইফ এর ইনকাম গ্রোথ প্ল্যান দ্বারা আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের মুখোমুখি হন ।
- 1.একটি অনন্য পলিসি যা জীবন বীমা এবং সঞ্চয় সুরক্ষার সমন্বয় গঠিত ।
 - 2.প্রিমিয়াম প্রদানের মেয়াদকাল সর্বোচ্চ৩০ বছর পর্যন্ত , যা আপনার বাজেটের প্রয়োজন অনুসারে স্বল্প অর্থ প্রদান করার স্বাচ্ছন্দ্য দেয় ।
 
                                এক নজরে
                            
                        
                        
                                                    পলিসির বিবরণ
                                                
                                            
                                            পলিসিটি দুইটি  ধাপে বিভক্ত। প্রথম ধাপটি ৭ বছর মেয়াদের  এবং দ্বিতীয় ধাপটি ৮তম বছর থেকে শুরু হয়ে পলিসির সর্বশেষ মেয়াদ পর্যন্ত চলে । প্রথম ৭ বছরে আপনার নগদ মূল্য বাড়তে থাকে এবং ৭ম বছরের শেষে একটি লভ্যাংশ ঘোষণা করা হয় । দ্বিতীয় ধাপের সময় , নগদ মূল্য এবং লভ্যাংশ, ইনভেস্টমেন্ট এন্ড প্রোটেকশন অ্যাকাউন্ট (আই পি এ) তে স্থানান্তরিত করা হয়। ৮ম বছর থেকে তদূর্ধ্ব, পলিসিটি শর্ত সাপেক্ষে প্রিমিয়ামের পরিমান, বীমা নিরাপত্তার পরিমান  পরিবর্তন করা, ইত্যাদি পরিবর্তন করার সুবিধা প্রদান করে।  
                                                    মৃত্যু সুবিধা
                                                
                                            
                                            প্রথম ৭ বছরের সময়কালে যদি বীমাকৃত ব্যক্তি মৃত্যুবরন করেন, মুল অভিহিত মূল্য (পলিসির কোন ঋণ বাদে) সুবিধাগ্রাহিকে প্রদান করা হবে। যদি ৭ বছরের সময়কালের পরে বীমাকৃত ব্যক্তি মৃত্যুবরন করে্ন, মুল অভিহিত মূল্য বা আই পি এ মূল্য (যেটি বেশি ) সুবিধাগ্রাহিকে প্রদান করা হবে।
                                                    মেয়াদ-পূর্তি সুবিধা
                                                
                                            
                                            মেয়াদ পূর্তি সুবিধা কোন ঋণ বাদে  আই পি এ মূল্যের মূল্যের সমান হবে।
                                                    ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বীমা নিরাপত্তা (যদি নেয়া হয়)
                                                
                                            
                                            ক) দুর্ঘটনাজনিত মৃত্যু এবং দুর্ঘটনাজনিত কারনে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধার পরিমাণ হবে মূল অভিহিত মূল্যের সমান কিন্তু তা ৫,০০০,০০০ টাকার বেশি হবে না।
খ) দুর্ঘটনায় অঙ্গহানির ক্ষেত্রে অতিরিক্ত সুবিধার পরিমাণ সর্বোচ্চ মূল অভিহিত মূল্যের সমান কিন্তু তা ৫,০০০,০০০ টাকার বেশি হবে না।
গ) দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় প্রতিপূরণের বীমাকারী প্রতিবার দুর্ঘটনার ক্ষেত্রে মূল অভিহিত মূল্যের ১৫% পর্যন্ত মেটলাইফ থেকে পেতে পারেন কিন্তু তা ৭,৫০,০০০ টাকার বেশি হবে না।
সঠিক বীমা পলিসি খুঁজছেন?
শুধু আমাদের সাথে আপনার তথ্যসমূহ শেয়ার করুন
আপনার প্রয়োজনীয় সহায়তা নিয়ে আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব ।