Note

This page is not available in the selected language.

মোঃ জাফর সাদেক চৌধুরী

এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মেটলাইফ বাংলাদেশ

 

জনাব  মোঃ জাফর সাদেক চৌধুরী বর্তমানে মেটলাইফ বাংলাদেশের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি এজেন্সি, ব্যাংকাস্যুরেন্স এবং এমপ্লয়ী বেনিফিটসসহ দেশের সকল ইন্টারমিডিয়েটেড ডিস্ট্রিবিউশন চ্যানেলের সার্বিক কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা ও নেতৃত্ব দিচ্ছেন।

তিনি ১৯৯৬ সালের আগস্ট মাসে মেটলাইফ-এ সেলস ম্যানেজার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ, ২০০২ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশের ডেপুটি এজেন্সি ডিরেক্টর পদে পদোন্নতি লাভ করেন। ২০০৫ সালের এপ্রিল মাসে তিনি পাকিস্তানে এজেন্সি ডিরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে দুই বছর ধরে সেখানকার অপারেশনে অসাধারণ সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর এই অর্জনের স্বীকৃতিস্বরূপ, ২০০৭ সালের এপ্রিল মাসে মেটলাইফ বাংলাদেশ আবার তাঁকে এজেন্সি ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়। পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে একটি শক্তিশালী টিম গঠনের স্বীকৃতি হিসেবে, ২০১৩ সালের এপ্রিল মাসে তাঁকে দক্ষিণ এশিয়ার (বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান) এজেন্সির প্রধান হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এই অঞ্চলে তাঁর নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা মেটলাইফের উল্লেখযোগ্য অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছে।

মেটলাইফ-এ যোগদানের পূর্বে, মোঃ জাফর সাদেক চৌধুরী ন্যাফ কর্পোরেশন এবং ইউনিডেভ লিমিটেডসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজের মাধ্যমে ব্যাপক পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি ২০০১ সালে লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (FLMI) থেকে ফেলোশিপ লাভ করেন। শিক্ষা জীবনে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে মাস্টার অব সোশ্যাল সায়েন্স  এবং ১৯৮৮ সালে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স  ডিগ্রি অর্জন করেন।