This page is not available in the selected language.
আলা উদ্দিন আহমদ
চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও),মেটলাইফ বাংলাদেশ
জনাব আলা আহমদ, FCA মেটলাইফ বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। তাঁর আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা এবং জীবন বীমা খাতের সার্বিক পরিচালনায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি মেটলাইফ-এর বিভিন্ন দেশের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চারটি দেশে (হংকং, মালয়েশিয়া, বাংলাদেশ ও নেপাল) বসবাস করেছেন এবং বিভিন্ন ধাপে থাকা ব্যবসা, যেমন — উদ্ভব, বিস্তার, পরিপক্বতা ও সমাপ্তি পর্যায়ে সব ধাপে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, যা আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ।
জনাব আলা আহমদ ১৯৯৯ সালে মেটলাইফ বাংলাদেশে কর্মজীবন শুরু করেন এবং ২০০৪ সালে তিনি বাংলাদেশ ও নেপাল—দুইটি দেশের ফিনান্সিয়াল কন্ট্রোলার হিসেবে নিযুক্ত হন। ২০১১ সালে তিনি মেটলাইফ-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হন এবং পরবর্তীতে ২০১৩ সালে মেটলাইফ নেপালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে নিযুক্ত হন। ২০১৭ সালে আন্তর্জাতিক পর্যায়ে তার পরবর্তী শীর্ষ নেতৃত্বের দায়িত্ব নিতে, তিনি মালয়েশিয়ায় যান এবং AmMetLife Insurance Berhad-এ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব স্ট্র্যাটেজি, বিজনেস প্ল্যানিং এবং ট্রান্সফরমেশন পদে যোগ দেন। এছাড়া, ২০১৯-২০২০ সময়কালে তিনি এশিয়ার স্ট্র্যাটেজিক গ্রোথ মার্কেটসের প্রধানকে সহায়তা করেন চিফ অব স্টাফ ও হেড অব স্ট্র্যাটেজি হিসেবে, যেখানে চীন ও ভারতসহ সাতটি অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।
২০১৯ সালে, জনাব আলা আহমদ মেটলাইফ হংকং-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিযুক্ত হন এবং বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হংকং থেকে ফিরে এসে জানুয়ারি ২০২১ সালে মেটলাইফ বাংলাদেশের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে দায়িত্ব গ্রহণ করেন।
জনাব আলা আহমদ তার কর্মজীবনে গ্রাহকদের চাহিদা ও অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিয়ে লক্ষ্যভিত্তিক কৌশল গ্রহণ করেছেন। তিনি সাংস্কৃতিক ও পেশাগতভাবে বৈচিত্র্যময় দলের নেতৃত্ব দিয়ে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে পারফরম্যান্স উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং প্রতিষ্ঠানিক মূল্য সৃষ্টির দৃঢ় সমর্থক হিসেবে কাজ করেছেন।
বর্তমান দায়িত্বের পাশাপাশি, জনাব আলা আহমদ বাংলাদেশের ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-এর একজন পরিচালক, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF)-এর নির্বাহী কমিটির সদস্য এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (AmCham)-এর সাবেক কোষাধ্যক্ষ ও নির্বাহী কমিটির সদস্য। তাঁর পৃষ্ঠপোষকতায়,
মেটলাইফ দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন টেকসই উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA ANZ) এর একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB)-এর ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA), এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও, জনাব আলা আহমদ হার্ভার্ড বিজনেস স্কুলে মেটলাইফ-এর অন-ক্যাম্পাস এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক LOMA-এর ফেলো (বিশেষ কৃতিত্বসহ) এবং ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউট, ইউএসএ-এর ফেলো সদস্য।