Note

This page is not available in the selected language.

মোহাম্মদ কামরুজ্জামান

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার, মেটলাইফ বাংলাদেশ

 

জনাব মোহাম্মদ কামরুজ্জামান মেটলাইফ বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর  ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 তিনি B2B কর্পোরেট ব্যবসা যেমন এমপ্লয়ী বেনিফিট, অ্যাফিনিটি, ক্রেডিট, মাইক্রোইনস্যুরেন্স এবং ডিজিটালি এমবেডেড ইন্স্যুরেন্স এর উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পালন করছেন ।

তাঁর শিক্ষা, রেডিমেড গার্মেন্টস এবং জীবন বীমার মতো বিভিন্ন সেক্টরে ২৫ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে ।

তিনি ২০০২ সালে মেটলাইফে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর থেকে, তিনি প্রতিষ্ঠানটির মধ্যে বর্তমান পদ সহ আরও ৫টি ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেছেন; (১) ফেস-টু-ফেস এজেন্সি ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে রিটেইল সেলস (২) দুর্ঘটনা ও স্বাস্থ্য লাভ কেন্দ্র পরিচালনা (৩) পণ্য এবং ডেটা বিশ্লেষণ (৪) B2B এমপ্লয়ী বেনিফিটস এবং (৫) B2B কর্পোরেট ব্যবসা।

তিনি এনভারনমেন্ট, সাস্টেইনিবিলিটি ,গভার্নেন্স (ইএসজি) এবং ডিইআই-ফরেইন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে আছেন। এছাড়াও তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এ মেটলাইফের প্রতিনিধিত্ব করছেন।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে, তিনি কলম্বিয়া বিজনেস স্কুল এর এক্সিকিউটিভ এডুকেশন থেকে B2B মার্কেটিং স্ট্র্যাটেজি (অনলাইন) বিষয়ে সার্টিফিকেশন অর্জন করেছেন। এছাড়াও তিনি এলওএমএ, মার্কিন যুক্তরাষ্ট্রে (ডিস্টিংকশনসহ) এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউট, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী সদস্য।