Note

This page is not available in the selected language.

এ.এস.এম. ওয়াসি নোমান

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার, মেটলাইফ বাংলাদেশ

 

জনাব  এ.এস.এম. ওয়াসি নোমান মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তথ্য প্রযুক্তি খাতে কৌশলগত পরিকল্পনা, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকসেবা উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করাই তার মূল দায়িত্ব।

মি. নোমান ২০২০ সালে মেটলাইফ-এ যোগ দেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকে চিফ টেকনোলজি অফিসার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এ চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার, ডিজিকন টেকনোলজিস লিমিটেড-এ চিফ অপারেটিং অফিসার, অ্যাকসেনচারে চিফ টেকনোলজি অফিসার এবং গ্রামীণফোনে আইটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

তিনি ব্যাংকিং, আর্থিক সেবা, টেলিকম এবং আইটি খাতে বিভিন্ন প্রযুক্তিনির্ভর পরিচালন ও বিশেষায়িত পদে কাজ করেছেন।

মি. নোমান বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে মেজরসহ এমবিএ সম্পন্ন করেছেন।