Note

This page is not available in the selected language.

স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম

ক্যারিয়ার

মেটলাইফের মতো বীমা কোম্পানির কার্যক্রম পরিচালনায় অ্যাকচুয়ারি  পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা পলিসিহোল্ডারদের সম্পর্কিত আর্থিক ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনা করে থাকেন ।এছাড়াও অ্যাকচুয়ারি পেশাজীবী তাদের পরিসংখ্যান, গণিত এবং আর্থিক দক্ষতা ব্যবহার করে বীমা নীতিমালা তৈরি, প্রিমিয়াম নির্ধারণ এবং সম্ভাব্য ক্লেইম এর পর্যাপ্ত তহবিল সংরক্ষণে সহায়তা ও তথ্য বিশ্লেষণ করেন এবং ভবিষ্যৎ প্রবণতা পূর্বাভাস দেন ও মূল্য নির্ধারণের কৌশল তৈরি করেন। তাদের কাজ বীমা কোম্পানিগুলোর আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সফলতা নিশ্চিত করা এবং একই সাথে পলিসিহোল্ডারদের যথাযথ কভারেজ প্রদান করে তাদের সুরক্ষা নিশ্চিত করা। 

বাংলাদেশের বীমা কোম্পানিগুলো সিনিয়র  এবং জুনিয়র লেভেলের অ্যাকচুয়ারি পেশাজীবীদের সংকটের কারণে উল্লেখযোগ্য  চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে । এই ঘাটতি প্রতিষ্ঠানের বিভিন্ন দিককে প্রভাবিত করে যার জন্য প্রয়োজন  প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায়িত্ব এবং বাধ্যতামূলক অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন। বাংলাদেশে যোগ্য অ্যাকচুয়ারি পেশাজীবীদের অভাবের কারণ হিসেবে এই পেশা সম্পর্কে সচেতনতার অভাব এবং শিক্ষার সুযোগ সীমিত থাকা উল্লেখযোগ্যভাবে দায়ী। বাংলাদেশে অ্যাকচুয়ারিয়াল বিজ্ঞান বিষয়ক কোর্স প্রদানকারী স্থানীয় প্রতিষ্ঠান না থাকায়, আগ্রহী প্রার্থীদের বাধ্য হয়ে প্রায়ই বিদেশে পড়াশোনা করতে যেতে হয়।  অনেক আগ্রহী প্রার্থীরা পড়াশোনার জন্য প্রয়োজনীয় খরচ বহন করতে সক্ষম হন না এবং লজিস্টিক ও আর্থিক কারণে এটি প্রায়ই আগ্রহী অ্যাকচুয়ারিদের জন্য বাস্তবসম্ভব হয় না, 

এই সমস্যাগুলো যদি সমাধান না করা হয়, তাহলে আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

‘Professional Actuarial Study Scholarship (PASS)’ প্রোগ্রামের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশ এই সমস্যার মূল থেকে সমাধানের দায়িত্ব গ্রহণ করেছে, যা প্রতিষ্ঠানের বাইরেও অ্যাকচুয়ারিয়াল শিক্ষার প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এই প্রোগ্রামটি প্রথম ২০১৫ সালে শুরু হয় যখন মেটলাইফ বাংলাদেশ একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশীপ এর মাধ্যমে প্রোগ্রামটিকে ডেভেলপ করে। তখন থেকে, এই প্রোগ্রামটি সকল বিশ্ববিদ্যালয়ের এবং বিভাগের  ছাত্রছাত্রীদের জন্য সম্প্রসারিত করা হয়েছে যাদের এই প্রোগ্রামের অংশগ্রহণের জন্য সক্ষমতা এবং যোগ্যতা রয়েছে। PASS প্রোগ্রামের আওতায় মেটলাইফ বাংলাদেশ পরীক্ষার ফি, অধ্যয়ন সামগ্রী এবং প্রফেশোনাল মেম্বারশিপ ফি এর আর্থিক দায়িত্ব বহন করে থাকে।

সঠিক বীমা পলিসি খুঁজছেন?

কেবল আপনার যোগাযোগের তথ্যসমূহ আমাদেরকে জানান

আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো।