অদেখা ভবিষ্যতে কী আছে, তা কেউ বলতে পারে না। ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার জন্য সচেতনতার সাথে আর্থিক পরিকল্পনা করা জরুরি। আর তাই মেটলাইফ আপনার বর্তমান আর্থিক সুরক্ষা ও ভবিষ্যতের আর্থিক পরিকল্পনায় সহায়তা করতে মেটলাইফ এন্ডাওমেন্ট সিকিউর পলিসি নিয়ে এসেছে। মেটলাইফ এন্ডাওমেন্ট সিকিউর পলিসি হল এমন একটি বীমা চুক্তি, যা বীমাকারীর মৃত্যুতে ফেস অ্যামাউন্টসহ অর্জিত বোনাস অথবা পলিসির মেয়াদান্তে বোনাসসহ মেয়াদপূর্তি মূল্য প্রদানের জন্য সাজানো হয়েছে। এটি আপনার পরিবারের আর্থিক সুরক্ষার পাশাপাশি নিরাপদ ভবিষ্যতের জন্য সঞ্চয় পলিসি হিসাবে কাজ করে।
মেটলাইফ এন্ডাওমেন্ট-সিকিউর
জীবনবীমা নিরাপত্তা
বীমাকৃত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে, সুবিধাগ্রাহী ফেস অ্যামাউন্টের সাথে অর্জিত বোনাস/বোনাসসমূহ ( কোম্পানি কর্তৃক ঘোষিত হয়ে থাকলে) পাবেন।
মেয়াদপূর্তি মূল্য
এই পলিসির মেয়াদপূর্তিতে ফেস অ্যামাউন্ট এবং অর্জিত বোনাস/বোনাসসমূহ ( কোম্পানি কর্তৃক ঘোষিত হয়ে থাকলে) প্রদান করা হবে।
বোনাসসমূহ
এই পলিসিতে দুই ধরনের বোনাস রয়েছে: রিভার্সনারি বোনাস এবং টার্মিনাল বোনাস।
পলিসির মেয়াদকালীন প্রতি বছরের রিভার্সনারি বোনাস (যদি ঘোষণা করা হয়ে থাকে) পলিসির মেয়াদপূর্তিতে বা বীমাকৃত ব্যক্তির (Insured) মৃত্যুজনিত বীমা দাবির ক্ষেত্রে প্রযোজ্য মেয়াদের জন্য প্রদান করা হবে। রিভার্সনারি বোনাস পলিসির সম্পূর্ণ ফেস অ্যামাউন্টের উপর হিসাব করা হয়ে থাকে। মেয়াদপূর্তির পূর্বে কোন কারণে পলিসি সারেন্ডার করলে রিভার্সনারি বোনাসের ক্যাশ ভ্যালু প্রদান করা হবে।
টার্মিনাল বোনাসের হার নির্ভর করে এই পলিসি চলাকালীন সময়ে বাজারে প্রচলিত বিনিয়োগলব্ধ হার, শেয়ার বাজারের পারফরমেন্স এবং কোম্পানির নির্দিষ্ট ফান্ড (অংশগ্রহণকারী ফান্ড)-এর পারফরমেন্স এর উপর, যা পরিবর্তনশীল (বাড়তেও পারে , কমতেও পারে)।