আর্থিক প্রবৃদ্ধি এবং বীমা সুরক্ষার অনন্য সমন্বয়ে তৈরি মেটলাইফ এনডাওমেন্ট-গ্রোথ পলিসিটির মাধ্যমে প্রমবারের মতো মেটলাইফ নিয়ে এলো এমন একটি পলিসি, যেখানে আমাদের সম্মানিত গ্রাহকদের শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট-এর মাধ্যমে আর্থিক প্রবৃদ্ধি উপভোগ করতে পারবেন। একইসাথে বিনিয়োগ এবং বিনিয়োগ পরবর্তী সকল সিদ্ধান্ত প্রফেশনাল ফান্ড ম্যানেজার বহন করায় আপনি থাকবেন নিশ্চিন্ত। শেয়ার বাজার ভিত্তিক ফান্ড ব্যবস্থাপনার মাধ্যমে তৈরি মেটলাইফ এনডাওমেন্ট-গ্রোথ পলিসিটি এমনভাবে সাজানো হয়েছে, যেন আপনি সম্ভাব্য অধিক মেয়াদপূর্তি মূল্য পেতে পারেন। এছাড়াও দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং মেয়াদপূর্তিতে রিভার্সনারি বোনাস এবং টার্মিনাল বোনাস-সহ অন্যান্য সুবিধা তো থাকছেই।
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ
ভিন্ন ভিন্ন মেয়াদি পলিসি টার্ম থেকে দীঘৰ্মেয়াদি আর্থিক সুরক্ষা বেছে নেওয়ার সুযোগ
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ পলিসিতে বিভিন্ন মেয়াদি টার্ম যেমন ১৬-২০, ২৫ এবং ৩০ বছর মেয়াদি টার্ম বেছে নেয়ার সুযোগ আছে।
মেয়াদপূর্তিতে বা মৃত্যুজনিত বীমা দাবির ক্ষেত্রে রিভাসৰ্নারি ও টার্মিনাল বোনাস
এই পলিসিতে দুই ধরনের বোনাস রয়েছে: রিভার্সনারি বোনাস এবং টার্মিনাল বোনাস। পলিসির মেয়াদকালীন প্রতি বছরের রিভার্সনারি বোনাস (যদি ঘোষণা করা হয়ে থাকে) পলিসির মেয়াদপূর্তিতে বা বীমাকৃত ব্যক্তির (Insured) মৃত্যুজনিত বীমা দাবির ক্ষেত্রে প্রযোজ্য মেয়াদের জন্য প্রদান করা হবে। রিভার্সনারি বোনাস পলিসির সম্পূর্ণ ফেস অ্যামাউন্টের উপর হিসাব করা হয়ে থাকে। মেয়াদপূর্তির পূর্বে কোন কারণে পলিসি সারেন্ডার করলে রিভার্সনারি বোনাসের ক্যাশ ভ্যালু প্রদান করা হবে।
টার্মিনাল বোনাসের হার নির্ভর করে এই পলিসি চলাকালীন সময়ে বাজারে প্রচলিত বিনিয়োগলব্ধ হার, শেয়ার বাজারের পারফরমেন্স এবং কোম্পানির নির্দিষ্ট ফান্ড (অংশগ্রহণকারী ফান্ড)-এর পারফরমেন্স এর উপর, যা পরিবর্তনশীল (বাড়তেও পারে , কমতেও পারে)।
শেয়ার বাজার ভিত্তিক ফান্ড ব্যবস্থাপনার মাধ্যমে অধিক রিটানেৰ্র সম্ভাবনা
মেটলাইফ এনডাওমেন্ট গ্রোথ পলিসিতে একটি বড় পরিবর্তন আনা হয়েছে শেয়ার বাজার ভিত্তিক ফান্ড ব্যবস্থাপনার মাধ্যমে। মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ ফান্ডের একটি অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে।শেয়ার বাজারে বিনিয়োগ করা এবং এ সংক্রান্ত পরবর্তী সকল সিদ্ধান্ত প্রফেশনাল ফান্ড ম্যানেজার গ্রহণ করবেন।