METLIFE BANGLADESH’S CHANCHAL AGENCY RECOGNIZED AS ‘AGENCY OF THE YEAR 

দেশব্যাপী মেটলাইফ বাংলাদেশ এর ২৩০-র অধিক এজেন্সির মধ্যে সেরা এজেন্সির স্থান অধিকার করেছে রাজশাহীর চঞ্চল এজেন্সি। ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত পর পর তিনবার  ̒এজেন্সি অফ দ্যা ইয়ার ̓ হওয়ার গৌরব অর্জন করলো রাজশাহীতে মেটলাইফ এর চঞ্চল এজেন্সি। ব্র্যাঞ্চ ম্যানেজার চঞ্চল মাহমুদ এর নেতৃত্বে তাঁর ব্র্যাঞ্চের ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন করেছেন।  

রাজশাহীর জনগণকে জীবন বিমা-র প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলা, সেরা গ্রাহকসেবা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা কাজের মাধ্যমে ২০২১ সালে বাংলাদেশের সব ব্র্যাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য অর্জনের মাধ্যমে চঞ্চল এজেন্সি লাভ করেছে  ̒ এজেন্সি অফ দ্যা ইয়ার ২০২১ ̓ স্বীকৃতি।

সম্প্রতি এই স্বীকৃতির আয়োজনে ব্র্যাঞ্চ ম্যানেজার চঞ্চল মাহমুদ-এর হাতে ট্রফি তুলে দেন মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী, আলা আহমদ, এফসিএ; চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মোঃ জাফর সাদেক চৌধুরী; চিফ এজেন্সি অফিসার, নাফিস আক্তার আহমদ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 

agency-of-the-year-2021

agency-of-the-year-2021