ইএফটি ডেবিটের মাধ্যমে প্রিমিয়াম প্রদান
ইএফটি ডেবিটের মাধ্যমে প্রিমিয়ামের অর্থ পরিশোধ মেটলাইফের পলিসি গ্রাহকদের জন্য অত্যন্ত কার্যকর এবং সহজ একটি মাধ্যম। “ইএফটি ডেবিট সক্ষম ব্যাংক তালিকা” ব্যাংকে যদি আপনার কোন অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে ইএফটি ডেবিট ফরমের সাধারণ নির্দেশিকা অনুসরণ করে আপনি এই সুবিধা গ্রহণ করতে পারেন।
এই বিকল্পটি বেছে নিতে চাইলে, নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
১.ইএফটি ডেবিট অথরাইজেশন ফরমটি ডাউনলোড এবং প্রিন্ট করুন;
২.যথাযথভাবে অনুমোদনের ফরমটি পূরণ করুন। নীচের ফর্মটি ডাউনলোড করুন যা আপনাকে সঠিকভাবে “ইএফটি ডেবিট অথরাইজেশন ফরম কিভাবে পূরণ করবেন” তার নির্দেশনা দিবে;
৩.আপনার ব্যাংকের অনুমোদিত ব্যাংক কর্মকর্তা দ্বারা অ্যাকাউন্ট হোল্ডারের বিস্তারিত যাচাই করুন।
৪.পরবর্তী প্রিমিয়াম পরিশোধের নির্ধারিত তারিখের কমপক্ষে ৩০ দিন পূর্বে মুল ফরমটি নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন: পলিসি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মেটলাইফ ভবন, ১৮-২০ মতিঝিল সি.এ, পিও বক্স- ৯, ঢাকা-১০০০।
৫.ইএফটি ডেবিট সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।