আমাদের গল্প
বিশ্বজুড়ে মেটলাইফের পথচলার গল্প
বাংলাদেশে মেটলাইফের ৬৫ বছরেরও বেশি গৌরবময় ইতিহাস নিয়ে ১৯৯৭ সাল থেকে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহক সেবায় নিয়জিত । আঞ্চলিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক অভিজ্ঞতায় মেটলাইফ বাংলাদেশ গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ আরো জানুন
মেটলাইফ এশিয়ায় ব্যবসা পরিচালনা করে হংকংয়ে অবস্থিত আঞ্চলিক সদর দফতরের মাধ্যমে। আর্থিক সক্ষমতা ও পরিচালন দৃঢ়তার মাধ্যমে মেটলাইফ এশিয়াতে আধুনিক ও অভিনব উপায়ে নিজের অবস্থান তুলে ধরেছে। মেটলাইফের ব্যবসা আরও বিস্তৃত হয়েছে বিভিন্ন জোট তৈরি, অধিগ্রহণ এবং এশিয়া অঞ্চলের জন্য উপযুক্ত পলিসি ও সার্ভিস দিয়ে নিজেকে বিকশিত করার অভিনব প্রক্রিয়ার মাধ্যমে। মেটলাইফ এখন এশিয়ার ৯ টি মার্কেটে সফলতার সাথে পদচারণা বজায় রেখেছে। আরো জানুন
MetLife Inc. (NYSE: MET), এর অঙ্গপ্রতষ্ঠিান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, এ্যনুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টির ও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। আরো জানুন

সঠিক বিমা পলিসি খুঁজছেন?
কেবল আপনার যোগাযোগের নম্বরসমূহ আমাদেরকে জানান এবং আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়থার সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো।