MetLife in Bangladesh
বাংলাদেশে মেটলাইফ
মেটলাইফ বাংলাদেশ দেশের সর্ববৃহৎ জীবন বিমা প্রতিষ্ঠান। বাংলাদেশের দশ লাখের ও বেশি গ্রাহককে সেবা প্রদানের পাশাপাশি ১৬০০০- এর উপর মাঠ পর্যায়ের কর্মীবাহিনী এবং কর্মকর্তা- কর্মচারী নিয়ে মেটলাইফ বাংলাদেশ, দেশের অন্যতম বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মেটলাইফ কর্তৃক অধিগ্রহণের আগ পর্যন্ত এই কোম্পানি সাধারণভাবে ALICO নামে পরিচিত ছিল, ২০১০ সালের নভেম্বরে বৈশ্বিক পর্যায়ে একত্রিত হয়ে এটি “মেটলাইফ- অ্যালিকো” নামে কো-ব্র্যান্ডেড হয় এবং ২০১৫ সালে এটি মেটলাইফ নাম ধারণ করে।
প্রচলিত এবং নিত্য নতুন প্রোডাক্টের সমন্বয়ে যেমন ব্যাক্তিগত এবং গ্রূপ জীবন বিমা পলিসি, পেনশন স্কিমস, সন্তানের শিক্ষা সুরক্ষা পলিসি, শরিয়াহ্ ভিত্তিক (তাকাফুল) সেভিং স্কিমস এবং দুর্ঘটনা ও স্বাস্থ্য সংক্রান্ত পলিসির মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের জনগণকে আর্থিক সুরক্ষা প্রদান করে।
জানুয়ারি, ২০১৮ এ শেষ হালনাগাদ করা হয়েছে
এক নজরে মেটলাইফ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৫২
নিবন্ধিত নাম: আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী
মার্কেট লিডার: ১৯৯৭ সাল থেকে
গ্রাহকের সংখ্যা: দশ লক্ষেরও বেশি
সেলস অফিসের সংখ্যা: ৯
কাস্টমার টাচ পয়েন্টের সংখ্যা: ১৪
এজেন্সির সংখ্যা: ২১৭
ইউনিট অফিসের সংখ্যা: ৫৬
ফিন্যান্সিয়াল অ্যাসোসীয়েটের সংখ্যা: ১৬০০০+
প্রাথমিক পরিকল্প এবং সেবাসমূহ: ব্যাক্তিগত জীবন বিমা, দুর্ঘটনা এবং স্বাস্থ্য বিমা , গ্রূপ লাইফ এবং স্বাস্থ্য বিমা , এমপ্লয়ী বেনিফিট, বার্ষিক বৃত্তি ইত্যাদি।
অর্থনৈতিক শক্তি : বাংলাদেশে AAA ক্রেডিট রেটিং
পুরষ্কার এবং স্বীকৃতি: জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ কর দাতার পুরষ্কার ।
পরিচালনা পর্ষদ
সৈয়দ হাম্মাদুল করিম
জেনারেল ম্যানেজার , বাংলাদেশ
জাফর সাদেক চৌধুরী
চীফ এজেন্সি অফিসার
আলা উদ্দিন
চীফ ফিনান্সিয়াল অফিসার
এমপ্লয়ী এবং ফিল্ড ফোর্সের তালিকা
এমপ্লয়ীদের তালিকা
ব্রাঞ্চ ম্যানেজারদের তালিকা
ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের তালিকা
হেড অফিস
মেটলাইফ বিল্ডিং
১৮ -২০ মতিঝিল বা/এ
ঢাকা - ১০০০
Looking for the right insurance?
Simply share your contacts with us and we will get back to you soon with the help you need.