মাই চাইল্ড'স এডুকেশন প্রটেকশন প্ল্যান এর সুবিধা সমূহ :
পলিসির মেয়াদপূর্তিতে সুবিধা
- প্রিমিয়াম প্রদানের মেয়াদ শেষে, কোনো দায় থাকলে তা বাদ দিয়ে ফেস অ্যামাউন্টের ৫০% প্রদান করা হবে।
- প্রিমিয়াম প্রদানের মেয়াদ শেষে, কোনো দায় থাকলে তা বাদ দিয়ে ফেস অ্যামাউন্টের ৫০% প্রদান করা হবে।
- পলিসির মেয়াদপূর্তিতে, কোনো দায় থাকলে তা বাদ দিয়ে বোনাসসহ ফেস অ্যামাউন্টের বাকি ৫০% প্রদান করা হবে।
মৃত্যুজনিত আর্থিক সুরক্ষা
দুর্ভাগ্যজনকভাবে পলিসি গ্রহীতার মৃত্যু হলে, সুবিধাগ্রাহীকে নিম্নে বর্ণিত সুবিধাগুলি প্রদান করা হবে –
- কোনো দায় থাকলে তা বাদ দিয়ে এককালীন প্রদেয় হিসেবে ফেস অ্যামাউন্টের ১০০%
- সন্তানের শিক্ষা অব্যাহত রাখতে পলিসির মেয়াদপূর্তির একমাস আগ পর্যন্ত প্রতি মাসে ফেস অ্যামাউন্টের ২%
- কভারেজ সময়কাল পর্যন্ত পলিসি চলমান থাকবে, এই পলিসির অন্তর্ভূক্ত পরবর্তী সকল বেসিক প্রিমিয়াম মওকুফ করা হবে এবং নিন্মোক্ত মেয়াদপূর্তি সুবিধা থাকবে
মাই চাইল্ড'স এডুকেশন প্রটেকশন প্ল্যান এর মাধ্যমে আপনার সন্তানের ভবিষ্যতের পরিকল্পনা শুরু করুন আজ থেকেই।