Skip Navigation

ম্যাচুরিটি অফার

সমৃদ্ধি ও সুরক্ষায়, পাশে সব সময়

সম্মানিত বীমাগ্রাহক,

মেটলাইফের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন!

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনার পলিসিটির মেয়াদপূর্তি হতে যাচ্ছে এবং মেয়াদপূর্তিতে আপনার পলিসি থেকে প্রাপ্ত মেয়াদপূর্তি মূল্য অর্থাৎ বীমা পলিসি থেকে প্রাপ্ত অর্থ সংক্রান্ত নোটিশ ইতোমধ্যে ডাকযোগে আপনার ঠিকানায় পাঠানো হয়েছে। মেয়াদপূর্তির অর্থ আপনি নিম্নলিখিত উপায়ে ব্যবহার করতে পারেনঃ

১। মেয়াদপূর্তির সম্পূর্ণ টাকা মেটলাইফ থেকে উত্তোলন করতে পারেন।

২। মেয়াদপূর্তির সম্পূর্ণ বা আংশিক পরিমাণ টাকা দিয়ে মেটলাইফ থেকে নতুন পলিসি ক্রয় করতে পারেন।

তথ্যাবলি

নিম্নলিখিত ডকুমেন্টগুলো আমাদের যেকোনো কাস্টমার টাচ্‌ পয়েন্ট, সেলস অফিস, অথবা ঢাকাস্থ মতিঝিলে মেটলাইফ হেড অফিসের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে জমা দিন। ডকুমেন্টগুলো ডাকযোগে সরাসরি আমাদের হেড অফিসের ডিসপ্যাচ সেকশনেও পাঠাতে পারেন। মেটলাইফ থেকে ডাকযোগে প্রেরিত মেয়াদপূর্তির নোটিশে উল্লিখিত মেয়াদপূর্তির টাকা আমরা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করবো।

ক) পূর্ণ মেয়াদপূর্তির ক্ষেত্রে পলিসির মূল দলিল। আংশিক মেয়াদপূর্তির অর্থ উত্তোলনের ক্ষেত্রে বীমা গ্রহীতা স্বাক্ষরিত মূল দলিলের ফটোকপি।

খ) National ID/Passport/Driving Licence – এর ফটোকপি।

গ) আপনার সত্যায়িত MICR চেক বইয়ের যেকোনো পাতার ফটোকপি।

ঘ) পূর্ণ মেয়াদপূর্তির ক্ষেত্রে যথাযথভাবে পূরণকৃত রিলিজ্‌ ভাউচার (Release Voucher)। এই রিলিজ্‌  ভাউচারটি ডাকযোগে প্রেরিত মেয়াদপূর্তির নোটিশের সাথে সংযুক্ত থাকবে।

ঙ)  আংশিক মেয়াদপূর্তির ক্ষেত্রে যথাযথভাবে পূরণকৃত ‘পেমেন্ট ইন্সট্রাকশন ফর্ম’ । এই ফর্মটি  ডাকযোগে প্রেরিত আংশিক মেয়াদপূর্তির নোটিশের সাথে সংযুক্ত থাকবে।

আপনার মেয়াদপূর্তির টাকা দিয়ে মেটলাইফ থেকে আপনি নতুনভাবে আপনার নিজের জন্য অথবা আপনার পরিবারের যেকোনো সদস্যের জন্য বীমা পলিসি ক্রয় করতে পারবেন। নতুনভাবে পলিসি ক্রয়ের ক্ষেত্রে আমাদের নিম্নলিখিত প্রডাক্টসমূহ পর্যালোচনা করার আনুরোধ করা হলোঃ-

ক) মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রটেকশন প্ল্যান (এমএফডিপিপি): আপনার আংশিক অথবা পূর্ণ মেয়াদপূর্তি মূল্য দিয়ে এককালীন অর্থ পরিশোধ করে এই পলিসিটি ক্রয় করতে পারেন। পলিসিতে জীবন বীমা নিরাপত্তা এবং দুর্ঘটনাজনিত বীমা নিরাপত্তা পাওয়া যাবে। এছাড়া বীমার মেয়াদ শেষে আকর্ষণীয় মেয়াদপূর্তি মূল্য পাওয়া যাবে। এক নজরে এমএফডিপিপি পলিসিটির কিছু প্রয়োজনীয় তথ্য নিম্নরূপঃ

পলিসি নেওয়ার সময় বয়সঃ ১৮ – ৬০ বছর

পলিসির মেয়াদঃ ৫-১৫ বছর

ফেস ভ্যালু/অভিহিত মূল্যঃ

  • পলিসির মেয়াদ ৫-৭ বছর হলে এককালীন জমাকৃত প্রিমিয়ামের দেড় (১.৫০) গুন
  • পলিসির মেয়াদ ৮-১১ বছর হলে এককালীন জমাকৃত প্রিমিয়ামের দুই (২.০) গুন
  • পলিসির মেয়াদ ১২-১৫ বছর হলে এককালীন জমাকৃত প্রিমিয়ামের আড়াই (২.৫০) গুন

ফেস ভ্যালুর পরিমাণঃ

সর্বনিম্ন ১ লক্ষ টাকা এবং কোম্পানির আন্ডাররাইটিং নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ যেকোনো মূল্য হতে পারে।

বীমা সুবিধা সমূহঃ

  • জীবন বীমা নিরাপত্তা
  • দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে সুবিধা
  • দুর্ঘটনাজনিত অঙ্গচ্ছেদের কারণে সুবিধা
  • দুর্ঘটনাজনিত কারণে স্থায়ী এবং পূর্ণাঙ্গ অক্ষমতায় সুবিধা

মেয়াদপূর্তি সুবিধাঃ পলিসির মেয়াদপূর্তির তারিখে অ্যাকাউন্ট ভ্যালুর ১০০% মেয়াদপূর্তি মূল্য হিসাবে পাওয়া যাবে।

অনান্য সুবিধাসমূহঃ বাংলাদেশের আইন অনুযায়ী কর রেয়াত সুবিধা পাওয়া যাবে।

প্রত্যর্পণ/সারেন্ডারঃ মেয়াদপূর্তির পূর্বে পলিসিটি সারেন্ডার করে অ্যাকাউন্ট মূল্য উত্তোলন করা যাবে। এক্ষেত্রে অ্যাকাউন্ট মূল্য থেকে প্রত্যর্পণ প্রক্রিয়াকরণ ফি কেটে রাখা হবে। পলিসির প্রত্যর্পণ মূল্য জমাকৃত প্রিমিয়াম থেকে কম হতে পারে।

এমএফডিপিপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিম্নের লিংককে ক্লিক করুন।

MFDPP | MetLife Insurance Bangladesh

খ) থ্রি পেমেন্ট প্ল্যান (থ্রিপিপি) প্লাসঃ জীবন বীমা নিরাপত্তার পাশাপাশি মেয়াদপূর্তির পূর্বেই অর্থ গ্রহনের জন্য মেটলাইফের থ্রিপিপি প্লাস পলিসিটি ক্রয় করতে পারেন। এই পলিসির অনন্য বৈশিষ্ট্য হলো মেয়াদপূর্তির আগেই ফেস অ্যামাউন্টের ৫০% অর্থ অগ্রিম প্রদান করা হয় (পলিসির মেয়াদের এক তৃতীয়াংশ সময় পরে ২৫% এবং দুই তৃতীয়াংশ সময় পরে বাকী ২৫% শতাংশ প্রদান করা হবে ) এবং বাকী ৫০% অর্থ মেয়াদপূর্তি শেষে বোনাসসহ প্রদান করা হয়। এছাড়াও দুর্ঘটনাজনিত, হাসপাতাল ভর্তিজনিত, মারাত্মক অসুস্থতাজনিত বীমা নিরাপত্তার ঐচ্ছিক রাইডার অতিরিক্ত প্রিমিয়াম প্রদান সাপেক্ষে এই পলিসির সাথে সংযুক্ত করা যায় । বিস্তারিত জানতে নিম্নের লিংককে ক্লিক করুন।

3PP| MetLife Insurance Bangladesh

গ) এডুকেশন প্রটেকশন প্ল্যান (ইপিপি) প্লাসঃ আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যত এবং সুশিক্ষা নিশ্চিতের জন্য ইপিপি পলিসিটি ক্রয় করতে পারেন। আপনার এবং আপনার সন্তানের বীমা নিরাপত্তার পাশাপাশি মেয়াদশেষে পলিসি থেকে মেয়াদপূর্তি মূল্য পাওয়া যাবে। এছাড়াও দুর্ঘটনাজনিত, হাসপাতাল ভর্তিজনিত, মারাত্মক অসুস্থতাজনিত বীমা নিরাপত্তার ঐচ্ছিক রাইডার অতিরিক্ত প্রিমিয়াম প্রদান সাপেক্ষে এই পলিসির সাথে সংযুক্ত করা যায় । বিস্তারিত জানতে নিম্নের লিংককে ক্লিক করুন।

Education | MetLife Bangladesh

ঘ) লাইফলাইনঃ আপনার সাচ্ছন্দ্যময় অবসর জীবনের জন্য আপনি লাইফলাইন পলিসি নিতে পারেন। অবসরকালীন সময় আপনি এই পলিসি থেকে ইনকাম কুপন পেতে পারেন যা আপনার ১০০ বছর পর্যন্ত চলতে পারে। এছাড়া প্রিমিয়াম প্রদানের সময়কালে জীবন বীমা নিরাপত্তার পাশাপাশি আপনি দুর্ঘটনাজনিত, হাসপাতাল ভর্তিজনিত, মারাত্মক অসুস্থতাজনিত বীমা নিরাপত্তার ঐচ্ছিক রাইডার অতিরিক্ত প্রিমিয়াম প্রদান সাপেক্ষে এই পলিসির সাথে সংযুক্ত করতে পারেন। বিস্তারিত জানতে নিম্নের লিংককে ক্লিক করুন।

Retirement | MetLife Bangladesh

ঙ) মেটলাইফ ডিপজিটরস প্রটেকশন স্কিমঃ সাশ্রয়ী মূল্যে জীবন বীমা, হাসপাতাল ভর্তির কভারেজ, মারাত্মক অসুস্থতাজনিত কভারেজ, দুর্ঘটনাজনিত কভারেজ এবং অক্ষমতার কভারেজের জন্য মেটলাইফ ডিপজিটরস প্রটেকশন স্কিম পলিসিটি নিতে পারেন। বীমা সুবিধার পাশাপাশি মেয়াদ শেষে আকর্ষনীয় মেয়াদপূর্তি মূল্য পাওয়া যায়। বিস্তারিত জানতে নিম্নের লিংককে ক্লিক করুন।

MetLife Depositor's Protection Scheme | MetLife Insurance Bangladesh

ঙ) তাকাফুল ডিপিএসঃ শরিয়াহ্‌ ভিত্তিক বিনিয়োগ এবং জীবন বীমা পলিসির জন্য তাকাফুল ডিপিএস পলিসিটি নিতে পারেন। সাশ্রয়ী মূল্যে জীবন বীমার, দুর্ঘটনাজনিত বীমা, মারাত্মক অসুসস্থতার বীমার পাশাপাশি মেয়াদ শেষে এই পলিসি থেকে মেয়াদপূর্তি মুল্য পাওয়া যাবে। বিস্তারিত জানতে নিম্নের লিংককে ক্লিক করুন।

Takaful | MetLife Insurance Bangladesh

কল সেন্টার ০৯ ৬৬৬৭ ১৬৩৪৪

হটলাইন ১৬৩৪৪

সকাল ৯টা – রাত ৮টা (রবিবার – বৃহস্পতিবার, সরকারী ছুটির দিন ব্যতীত)

ইমেইল: policy.service@metlife.com.bd        ওয়েবসাইট: www.metlife.com.bd/contactus

আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী

মেটলাইফ বিল্ডিং, ১৮-২০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ