প্রশ্ন ও উত্তর
প্রতিবার হাসপাতালে ভর্তি হলে আপনি সর্বোচ্চ ৩০ দিনের জন্য আর্থিক সুবিধা পাবেন এবং মেডিকেয়ার কভারেজের মেয়াদজুড়ে আপনি সর্বমোট ৩৬০ দিনের জন্য এই আর্থিক সুবিধা পাবেন।
মেটলাইফের একজন নিয়মিত গ্রাহক হিসাবে কোম্পানি আপনাকে মেডিকেয়ারে বিশেষ এই অফারটি করছে। মেডিকেয়ারের এই সুবিধা নিতে হলে আপনাকে কোনো ধরনের মেডিকেল টেস্ট করাতে হবে না। শুধু আপনার মূল পলিসির রিনিউয়াল প্রিমিয়ামের সাথে মেডিকেয়ারের অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করলেই এই বীমাসুবিধাটি আপনার জন্য কার্যকর হয়ে যাবে। তবে প্রিমিয়াম প্রদানের সময় “মেডিকেয়ার গ্রহনের সম্মতি পত্র” ফরমটি পূরণ করতে হবে।
আপনার বয়স ৬৫ বছর পরবর্তী পলিসির বীমা বার্ষিকীতে এই রাইডারটির কভারেজের অবসান হবে।
জি, এই রাইডারে কভারেজ কার্যকর হওয়ার পূর্বেই কোনো ধরনের দুর্ঘটনা বা অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি হলে কোনো আর্থিক সুবিধা পাওয়া যাবে না। এছাড়া যেসকল কারনে এই রাইডার থেকে কোনো বীমাসুবিধা পাওয়া যাবে না তার বিস্তারিত তথ্য বীমাচুক্তিতে লিপিবদ্ধ আছে।
পূরণকৃত ক্লেইম ফর্মের সাথে সাধারনত হাসপাতাল ভর্তির ডিসচার্জ সার্টিফিকেট দিয়েই এই রাইডার থেকে বীমা সুবিধা পাওয়া যায় তবে, বীমাদাবি নিস্পত্তির জন্য অধিকতর অনুসন্ধানের প্রয়োজন হলে আমাদের ক্লেইমস ডিপার্টমেন্ট চিকিৎসা সংক্রান্ত অতিরিক্ত ডকুমেন্ট চাইতে পারে। বীমাদাবি ফরমটি আপনি এই লিংক https://www.metlife.com.bd/support/forms/ থেকে ডাউনলোড করতে পারবেন,অথবা আপনার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের সাহায্য নিতে পারেন অথবা claimsbangladesh@metlife.com.bd এই ঠিকানায় ইমেইল করেও বীমাদাবি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা নিতে পারেন।
শীঘ্রই আপনার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মেডিকেয়ারের এই অফারটি নিয়ে আপনার সাথে কথা বলবেন।