হজ্জের সময় দেশের বাইরে অবস্থানকালে আপনার বা আপনার প্রিয়জনের হতে পারে নানা ধরনের সমস্যা। তাই হজ্জ যাত্রায় সুরক্ষিত থাকতে যে কেউ ইমেইল দিয়ে সাইন আপ করে আজই নিন MetLife 360Health-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এছাড়াও থাকছে হজ্জের রুট প্ল্যান-সহ হজ্জে থাকা সময়ে প্রয়োজনীয় হটলাইন নম্বর সুবিধা ও তজবিহ কাউন্টার।
MetLife 360Health-এর প্রিমিয়াম মেম্বাররা হজ্জ যাত্রায় সুরক্ষিত থাকতে পাচ্ছেন ৭টি টেস্ট ২৫% ছাড়ে ১৯৯৯ টাকায় ও দেশের বাইরে জরুরি প্রয়োজনে ফ্রি ডক্টর কনসালটেশন, ফ্রি প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় মেডিসিন লিস্ট।
হজ্জ যাত্রার প্রয়োজনীয় ও জরুরি সলিউশন পেতে MetLife 360Health-এ আজই সাইন আপ করুন ই–মেইল দিয়ে।